[ ম্যাক নিউজ ডেস্ক ]
মহিলা ছিনতাইকারী আটকঃ ময়মনসিংহে ১০টি স্বর্ণের চেইনসহ ছিনতাইকারী চক্রের ৬ জন মহিলা সহ মোট ৭ ছিনতাইকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত চক্রটি দীর্ঘদিন থেকে নগরীর জনবহুল বিভিন্ন স্থানে কৃত্রিমভাবে নিজেরা ভিড় জমিয়ে পথচারী কিংবা যাত্রীদের কাছে থাকা ভ্যানিটি ব্যাগ কিংবা স্বর্ণের চেইন বিশেষ পদ্ধতিতে কেটে নিয়ে দ্রুত পালিয়ে যেতো। গ্রেফতারকৃতরা হলো, নিহারা বেগম, শিল্পী বেগম, মনোয়ারা বেগম, সুরাইয়া বেগম, রাশেদ মিয়া, পাপিয়া আক্তার ও শিল্পী আক্তার। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১০ টি স্বর্ণের চেইন এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার ও ১টি কাঁচি উদ্ধার করে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা নিয়ে সবাইকে আদালতে পাঠিয়েছে পুলিশ।