[ম্যাক নিউজ ডেস্ক]

গাজীপুরে একটি বিস্ফোরক মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জন। 

রোববার দুপুরে গাজীপুর জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. বাহাউদ্দিন কাজী শুনানি শেষে এ রায় দেন।

শুনানি শেষে মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় আসামিদের ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তবে আদালতে শুনানিকালে রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। 

২০১৫ সালের জানুয়ারি মাসে গাজীপুরের মনিপুরের খাসপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই এলাকার মোতালেব মেম্বারকে প্রধান আসামি করে ১৮ জনের নামে এবং ৪০/৪৫ জন অজ্ঞাতর বিরুদ্ধে জয়দেবপুর থানার এসআই দিলীপ সরকার বাদি হয়ে মামলা করেন।  

পরে একই বছরের আগস্ট মাসে ওই থানার এসআই এমদাদুল হক তদন্ত করে তারেক রহমান এবং গাজীপুর সিটি কর্পোরেশন সাবেক মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনিকে সংযুক্ত করে ৩২ জনের নামে চার্জশিট দেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *