[ম্যাক নিউজ রিপোর্ট:- রাকিবুল হাসান ঢাকা]

গত ২৬ শে ডিসেম্বর ২০২৪ ইংরেজি তারিখে ফেনী পৌরসভার ৬ নং ওয়ার্ড পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন ফলেশ্বর নামক স্থানে সাবেক এক কাউন্সিলর এর বাসায় গৃহ কর্ত্রীকে জবাই করে খুনের ঘটনা ঘটে। এই ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর মতো পিবিআই ফেনী জেলা চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের গুরুত্ব অনুধাবন করে ঘটনার মূল রহস্য উদঘাটন ও মূল অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা করতে থাকে। বিভিন্ন গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ছায়া তদন্ত অব্যাহত রাখে।

পিবিআই ফেনী শুরু থেকেই ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন অনুসন্ধানের মাধ্যমে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে সনাক্ত করতে সক্ষম হয়। কিন্তু অপরাধীর সঠিক অবস্থান নির্ণয় ও গ্রেপ্তারের জন্য পিবিআই ফেনী নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছিল। ৮ জানুয়ারি ২০২৫ পিবিআই প্রধান জনাব মোস্তফা কামাল, অতিরিক্ত আইজিপি মহোদয়ের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে, ফেনী পিবিআই এর পুলিশ সুপার জনাব জয়িতা শিল্পী পিএসসি এর নেতৃত্বে একটি চৌকস টীম নোয়াখালী ও চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে আনুমানিক ভোর ৫:০০ টার দিক চট্টগ্রামের হাটহাজারী থেকে ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্তকে গ্রেফতার সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ চলছে। ইতোমধ্যে গ্রেফতারকৃত অভিযুক্ত ব্যক্তি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা এবং ঘটনার মূল রহস্য স্বীকার করেছে।


উল্লেখ্য যে মাসুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে অভিযুক্ত রাফি(২০),পিতা – মো: মেছবাহ উদ্দিন, ফেনী জেলার স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ বর্ষের ছাত্র। তার স্থায়ী ঠিকানা- নোয়াখালী সদর, নোয়াখালী। জিজ্ঞাসাবাদে জানা যায় রাফি বেশ কিছু দিন ধরে অনলাইনে জুয়া খেলায় তীব্রভাবে আসক্ত ছিল। জুয়া খেলার টাকা সংগ্রহের জন্য সে মরিয়া হয়ে যায়। ইতোমধ্যে তার বাবার কাছ থেকে ৪০,০০০ টাকা নেয়। সে টাকাও সে জুয়া খেলায় নষ্ট করে। ঘটনার দিন অর্থাৎ ২৬ শে ডিসেম্বর ২০২৪ইং বৃহস্পতিবার রাফি সাবেক ওই কমিশনারের বাড়িতে চুরি করতে গেলে গৃহকর্মী মাসুদা বেগম বেগম তাকে দেখে ফেলে এবং আটকানোর চেষ্টা করলে রাফি তার নিকট থাকা ছুরি দিয়ে উপর্যুপুরী আঘাত করে মাসুদা বেগমকে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।

অভি্যান চলাকালে পিবিআই, ফেনী বিভিন্ন আলামত যেমন- হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি, রাফির পরিহিত গায়ের ফুলহাতা সাদা কালো চেক শার্ট ইত্যাদি তার দেখানোমতে উদ্ধার ও জব্দ করে । যে দোকান থেকে ছুরিটি রাফি ক্রয় করে সেটিকেও শনাক্ত করেছে পিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *