[ম্যাক নিউজ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা ]
ঐতিহ্যবাহী কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৭টি পদে ৩১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে সহ সভাপতির ৩টি পদে ৭জন এবং সাধারণ সম্পাদক পদে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল শনিবার ১১ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের দিন। ঐদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে হবে।
৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সুদীর্ঘ দিন একজনের কুক্ষিগত থাকার পর কুমিল্লা ক্লাবের এবারের নির্বাচন বেশ জমে উঠেছে। এর আগে বেশ কয়েকটি কমিটি একজন ব্যক্তি ইচ্ছা অনিচ্ছার উপর গঠন করা হতো।
কুমিল্লা ক্লাবের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৫-২০২৬ এর নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানা যায়, ১৭টি পদের বিপরীতে ৩১জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে সহ সভাপতির তিনটি পদে সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন-আলহাজ¦ অধ্যাপক ফারুক আহমেদ, মহিউদ্দিন আহমেদ, ডা. মো: আবদুল লতিফ, মো: আমিরুজ্জামান ভূইয়া, ¦ মো: জসিম উদ্দিন, মো: জামাল খন্দকার,কাজী এনামুল হক বাবুল। সাধারণ সম্পাদক পদে ২জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন আহমেদ শোয়েব সোহেল ও রইস আবদুর রব। সহ সাধারণ সম্পদক পদে মেহেদী হোসেন শাকিল, মো: মাহাবুব আলম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে এম এ তাহের, মো: আতিকুল ইসলাম, মো: হুমায়ূন কবির, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল হক, মো: মনিরুল ইসলাম বাচ্চু, অতিথিশালা ও আপ্যায়ন সম্পাদক পদে ওমর ফারুক শাহীন ও তারিক ওবাইদুল্লাহ, সদস্য কল্যাণ সম্পাদক পদে মাহাবুব আলম বাবু ও মোহাম্মদ নাসির উদ্দিন (সুমন) এবং কার্যনির্বাহী সদস্যের ৮টি পদে মাহাবুবুর রশিদ (তুহিন), মোহাম্মদ জিয়াউল হক (লিটু), ডা. মো: সফিকুর রহমান, মো: রেজাউনুর রহমান রেজা, ডা. মো: রাসেল আহমেদ চৌধুরী, মো: মামুনুর রশিদ ভূইয়া, প্রকৌশলী মো: সাইফুল ইসলাম, মাসুদ আহমেদ, গোলাম ইউসুফ চৌধুরী, মোহাম্মদ নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন হেলাল।