[কুমিল্লা প্রতিনিধি]

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ৩নং গলিয়ারা ইউনিয়নে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন সদ্য ঘোষিত ২নং ওয়ার্ডের বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

তারই প্রতিবাদে ১৪ ই মে (বুধবার) বিকালে গলিয়ারা ইউনিয়ন অফিসের সামনে এলাকার প্রতিবাদী নারী পুরুষ তরুণ যুবক বৃদ্ধ মুরুব্বিদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গলিয়ারা ইউনিয়নে একটি প্রভাবশালী চক্র মাদক ব্যবসা, চাঁদাবাজি ও চোরাচালানসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এই চক্রের নেতৃত্বে রয়েছেন কথিত জনপ্রতিনিধি শামীম মেম্বার, কাসেম ড্রাগ হাউজের মালিক আনিস এবং শামীম মেম্বারের ছেলে মুন্না গংরা। এলাকাবাসীর অভিযোগ, মুন্নার নেতৃত্বে একটি কিশোর গ্যাং গড়ে তোলা হয়েছে, যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে।

বিল্লাল হোসেন এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, তাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী মুন্না ও তার সহযোগীরা হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনার প্রতিবাদে গলিয়ারা ইউনিয়নবাসী বিক্ষোভে ফেটে পড়েছেন। উপস্থিত এলাকাবাসী দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *