[ রিপোর্ট:- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা ]

যানজট নিরসন এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে কুমিল্লা সিটি কর্পোরেশনে আবারো উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। কুমিল্লা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সিটি কর্পোরেশনের সড়কের উপর থেকে সকল স্থাপনা নিরসন করা হচ্ছে।

সকাল থেকে উঠে অভিযানের নেতৃত্ব দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। এসময় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শহিদুল ইসলাম, সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সায়েম মজুমদার।

উচ্ছেদ অভিযানের নগরীর কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মান সামগ্রী অপসারন এবং বিদ্যুত ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *