[রিপোর্টে:- রকিবুল ইসলাম ম্যাক কুমিল্লা ]
মানবিক কুমিল্লার উদ্যোগে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে যানজট নিরসনে কাজ শুরু করেছে স্বেচ্ছাসেবীরা।

বুধবার সকালে কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এই উদ্যোগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারি আবু এবং দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের টি আই শাহজানসহ অন্যান্য কর্মকর্তা, কুমিল্লা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো. রিয়াজ, ছাত্রদল নেতা সোলেমান মুন্সি এবং মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, “যেখানেই যানজট, সেখানেই কাজ করবে মানবিক কুমিল্লা।” ভবিষ্যতে কুমিল্লা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একটি নির্দিষ্ট টিম নিয়মিতভাবে যানজট নিরসনে কাজ করবে বলেও জানান তারা।

সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং যানজট নিরসনে এমন সম্মিলিত প্রচেষ্টাকে স্থায়ী রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।