[ম্যাক নিউজ রিপোর্ট:- ম্যাক রানা কুমিল্লা।।]
কুমিল্লার চৌদ্দগ্রামের সড়ক দুর্ঘটনায় শাহেদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। সোমবার (০৮ এপ্রিল) রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় চৌদ্দগ্রাম পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহেদা বেগম হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসেন ।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস হবিগঞ্জগামী সামনে থাকা একটি কার্গোর পেছনে ধাক্কা দেয়। এতে করে ওই যাত্রী নিহত হন। এ সময় বাকিরা আহত হন।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনার হোসেন জানান, রাত তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত ২৪ যাত্রীকে আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর। তাদের কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত যাত্রীরা হলেন সুরাইয়া (২৫), নাজিয়া (১৮), জেসমিন (২৪), কিয়াম (১৩), শান্তা (১৭), ইয়াছিন (৩৩), দিতী (১৮), আল আমিন (২২) এবং আলেয়া (২৬)।
মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, ‘দুর্ঘটনাকবলিত বাস ও কার্ভাডভ্যান থানায় নিয়ে আসা হয়েছে। নিহত শাহেদা বেগমের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে বিস্তারিত জানাতে পারব।’