[ম্যাক নিউজ রিপোর্ট নেকবর হোসেন কুমিল্লা]
গতকাল ১৭এপ্রিল কুমিল্লা জেলায় নতুন করে আরও৬২ জনের পজিটিভ ধরা পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার২২২জন।
আজকের রিপোর্টে তিনজন মৃত্যু দেখানো হয়েছি।ফলে মৃত্যুর সংখ্যা ৩৪১ জনে দাঁড়ালো।
এছাড়া ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে জেলার কুমিল্লা সিটি ২৭জন,ব্রাক্ষণপাড়া ০১জন, লাকসাম ০৪জন, চৌদ্দগ্রাম ০৫ জন,দেবিদ্বার ০১জন, সদর দক্ষিণ ০২জন,আর্দশ সদর ০৪জন, বুড়িচং০৪জন, চান্দিনা০২ জন,
বরুড়া ০৩ জন, হোমনা ০২ জন, তিতাস ০২জন,লাঙ্গলকোট ০৪ জন,লালমাই ০১ জন।
আজকের রিপোর্টে সুস্থ্য ০৮ দেখানো হয়েছি। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৯ হাজার ০৯৭জন করোনা রোগী।সুস্থ্য আজকের কুমিল্লা সিটি কর্পোরেশন ০৮জন।
গতকাল ১৭এপ্রিল বিকেলে এসব তথ্য জানান কুমিল্লা সিভিল সার্জন ডা:মীর মোবারক হোসাইন।
সিভিল সার্জন আরো জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৬৩হাজার ৩৪৩জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৬২হাজার ৯৫১জনের। এর মধ্যে ১১ হাজার ২২২জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।বিদেশগামী যাএীদের নমুনা পরীক্ষা আজকের রিপোর্ট প্রাপ্তি: ১৮
এদের মধ্যে নতুন সনাক্ত: ০১।